ই-ক্যাপ কেনো খায়। এর দাম কতো?
ভিটামিন E-Cap ২০০, ৪০০ ও ৬০০ প্রতিটি সফট জিলাটিন ক্যাপসুলে রয়েছে ভিটামিন-ই ইউএসপি ২০০, ৪০০ ও ৬০০ আই ইউ।
এটি মূলত ভিটামিন-ই এর অভাব জনিত রোগের চিকিৎসায়ও প্রতিরোধে কার্যকারী।
এছাড়াও গর্ভবতী, দুগ্ধদানকারী মাতা ও নবজাত শিশুদের ভিটামিন-ই এর অভাবে রক্ত সল্পতার চিকিৎসায়ও ব্যবহার করা হয়।
এনজিমা পেকটরিস, কোলেস্টেরল আধিক্য, ক্যান্সার ও শেষ রজনিতে পায়ের খিচুনির চিকিৎসায় এবং ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, ফাইব্রোসিষ্টিক ব্রেষ্ট রোগ, ক্যান্সার, অষ্টিয় আর্থ্রাইটিসের চিকিৎসায় ভিটামিন- ই এর ব্যবহার দেখা যায়।
এছাড়াও ভিটামিন-ই অ্যাথলেটিক পারফর্মেন্স সহায়ক।
যাদের অতিরিক্ত চুল পড়ে তারা ভিটামিন ই-ক্যাপ খেতে পারেন৷ কারন ই-ক্যাপ চুল পড়া কমায়। আপনার ত্বক উজ্জ্বল ও সুন্দর করতেও এটি ভালো কাজ করে৷
ই-ক্যাপ এর দাম কত?
৪০০ঃ মাত্র ৭ টাকা।
২০০ঃ মাত্র ৫ টাকা।
পার্শ্ব প্রতিক্রিয়াঃ ভিটামিন- ই সুসহনীয়, অতি মাত্রায় সেবনে ডায়রিয়া, পেটে ব্যাথা ও আন্ত্রিক অসুবিধা হতে পারে।
নোটঃ ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা উচিত নয়।